সত্যিই কি কিশোর কুমার হচ্ছেন আমির খান

2 months ago 9

বলিউডের জনপ্রিয় নির্মাতা অনুরাগ বসু দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করছেন কিংবদন্তি গায়ক ও অভিনেতা কিশোর কুমারের জীবনী নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের। ‘বরফি’ ও ‘জগ্গা জাসুস’-এর মতো ছবির পরিচালক অনুরাগ সম্প্রতি শেষ করেছেন ‘মেট্রো...ইন দিনো’ নামের সিনেমার কাজ। এটি ‘লাইফ ইন এ...মেট্রো’ ছবির সিক্যুয়েল।

কিন্তু সবচেয়ে আলোচনায় আছে তার বহু প্রতীক্ষিত প্রকল্প কিশোর কুমারের বায়োপিক। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, এ ছবিতে কিশোর কুমার চরিত্রে দেখা যেতে পারে বলিউড সুপারস্টার আমির খানকে।

সম্প্রতি ‘মিড-ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে অনুরাগ বসু জানিয়েছেন, এই বায়োপিক নিয়ে তিনি বহু বছর ধরেই কাজ করছেন। তবে নানা বাধাবিপত্তির কারণে ছবিটি এখনো শুরু করা যায়নি। তার কথায়, ‘আমি এবার সত্যি খুব আশাবাদী, যেন কাজটা এবার শুরু করতে পারি। প্রায় এক দশক ধরে আমি এই গল্পটা বলতে চাচ্ছি। আশা করছি এবার আর থেমে যেতে হবে না।’

তবে ছবি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে নারাজ অনুরাগ। তিনি বলেন, ‘আমি এখন কিছু বলতে চাই না। আগেই অনেকবার ছবি নিয়ে কথা বলে ফেলেছি তারপর বারবার পিছিয়ে গেছে কাজ। এবার আর ঝুঁকি নিতে চাই না।’

অনেকের মনেই প্রশ্ন তাহলে কি আমির খান সত্যিই থাকছেন কিশোর কুমারের চরিত্রে? এ প্রসঙ্গে অনুরাগ বলেন, ‘চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমি কিছুই নিশ্চিত করে বলতে পারব না। চুক্তি স্বাক্ষরের আগ পর্যন্ত কিছু বলা ঠিক হবে না।’

প্রকল্পটি কেন বারবার পিছিয়ে যাচ্ছে তার পেছনেও রয়েছে গুরুত্বপূর্ণ কারণ। কিশোর কুমারের পরিবার এর আগে ছবিটির বিরুদ্ধে আপত্তি তুলেছিল, কপিরাইট এবং পারিবারিক অনুমতি সংক্রান্ত বিষয় নিয়ে। এ কারণে ‘বরফি’ মুক্তির পর ২০১২ সালে যখন এই বায়োপিক প্রথম ঘোষণা করা হয় তখন রণবীর কাপুরকে কেন্দ্র করে কাজ শুরু হলেও তা আর এগোয়নি।

২০২৪ সালে জানা যায়, অনুরাগ বসু আবার নতুন করে এই প্রজেক্টের জন্য আমির খানকে প্রস্তাব দিয়েছেন। জানা যায়, এ নিয়ে তাদের মধ্যে চার-পাঁচটি বৈঠকও হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।

এলআইএ/এমএস

Read Entire Article