দেশে গত কয়েক দিনে বড় বেশ কিছু আগুন লাগার ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা প্রচার। এরই মধ্যে সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে দুই বছর আগে লাগা আগুনের ঘটনাকে নতুন করে প্রচার করে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে নতুন করে ময়ূর-৭ লঞ্চে লাগা আগুনের ভিডিও প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পর এবার সদরঘাটের লঞ্চে আগুন। হচ্ছেটা কী?’
তবে সদরঘাট নদী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হৃদয় হাওলাদার জানিয়েছেন, ঘটনাটি পুরোনো। তিনি বলেন, সদরঘাট লঞ্চ টার্মিনালে কোনো লঞ্চে আগুনের ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, দুই বছর আগে রাজধানীর সদরঘাটের লালকুঠি ঘাটে একটি লঞ্চে আগুন লেগেছিল। ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী ময়ূর-৭ নামের ওই লঞ্চটি ঘটনার সময় ঘাটে বাঁধা অবস্থায় ছিল। এ সময় ভেতরে কেউ ছিলেন না।