সন্তান কি অবাধ্য, রাগে হাত না তুলে করুন এই ৪ কাজ

10 hours ago 6

সব বাবা-মার জন্যই বড় চ্যালেঞ্জ, যখন সন্তান কথার কথা শোনে না। ছোট বয়স থেকেই শাসন না করলে তারা ভুল পথে যেতে পারে, কিন্তু রেগে গিয়ে গায়ে হাত তোললে সমস্যা আরও বাড়ে। আসলে মারধর করলে ছোটরা আরও জেদি হয়ে ওঠে আর বাবা-মায়ের সঙ্গে সম্পর্কও খারাপ হয়।

তাহলে করণীয় কী? মারধরের বদলে কয়েকটি সহজ পদ্ধতি আছে যা সন্তানের আচরণ বদলাতে সাহায্য করে।

আরও পড়ুন : ব্রেস্টফিডিং করানোর সময় মা যা খাওয়া এড়িয়ে চলবেন

আরও পড়ুন : আপনার অজান্তেই হতে পারে হার্ট অ্যাটাক

রাগ সামলানো শিখুন : যখন সন্তান অবাধ্য হয়, নিজেকে শান্ত রাখুন। চিৎকার বা হাত তোলার বদলে প্রথমে নিজেকে সংযত করুন। রাগে সিদ্ধান্ত নিলে সমস্যা আরও বাড়ে।

শাস্তি দিন, কিন্তু নিরাপদভাবে : ধরুন, সন্তান খেতে চাইছে না বা জেদ করছে। সরাসরি মারধর না করে পরিস্থিতি ব্যবহার করুন—যেমন খাবার না দেওয়া। যখন সে সত্যিই খিদে অনুভব করবে, তখন নিজের ভুল বুঝতে পারবে।

সন্তানের মন বোঝার চেষ্টা করুন : কেন সে এমন আচরণ করছে, তা জানার চেষ্টা করুন। শান্তভাবে কথা বলুন, তার মনের ভাব বোঝার চেষ্টা করুন। ছোটদেরও অনুভূতি থাকে, তা বুঝলে সমস্যা অনেকটা কমে।

আরও পড়ুন : স্মৃতিশক্তি বাড়ানোর ৭ সহজ উপায়

আরও পড়ুন : ছবি থেকে লেখা শনাক্তের নতুন এআই টুল ডিপসিক ওসিআর

খেলার মাধ্যমে শিক্ষিত করুন : শিশুদের ভদ্রতা ও শিষ্টাচার শেখানোর সহজ উপায় হলো খেলার মাধ্যমে বোঝানো। কীভাবে সবাইকে সম্মান করতে হয়, সবসময় জেদ বা বায়না করা ঠিক নয় এবং বড়দের কথা শোনার গুরুত্ব—এসব মজার খেলার সঙ্গে যুক্ত করে শেখান।

সঠিক উপায়ে ধৈর্য ধরে শাসন করলে সন্তানও বুঝতে শেখে আর বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক মজবুত হয়।

সূত্র : এই সময় অনলাইন

Read Entire Article