সন্ত্রাসী হামলায় শান্তিরক্ষী মাসুদ রানার মৃত্যু, লালপুরে শোকের ছায়া

সুদানের আবেই-তে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মাসুদ রানা রয়েছেন।শনিবার (১৩ডিসেম্বর) সন্ত্রাসীরা ইউএন ঘাঁটি আক্রমণ করলে এই হতাহতের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, হামলায় আরও আটজন আহত হয়েছেন এবং ওই এলাকায় যুদ্ধাবস্থা চলমান রয়েছে।জানা গেছে, নিহত মাসুদ রানা বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত সাহার মালিথার ছেলে। তিনি মাত্র আট দিন আগে শান্তিরক্ষা মিশনে যোগ দিয়েছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়েছে, সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে মোট চৌদ্দজন বাংলাদেশি শান্তিরক্ষী হতাহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, এর মধ্যে ছয়জন শান্তিরক্ষী নিহত এবং আটজন আহত হয়েছেন।সেনাবাহিনী জানিয়েছে, ওই এলাকার পরিস্থিতি এখনো অস্থিতিশীল এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান। আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচ

সন্ত্রাসী হামলায় শান্তিরক্ষী মাসুদ রানার মৃত্যু, লালপুরে শোকের ছায়া

সুদানের আবেই-তে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মাসুদ রানা রয়েছেন।

শনিবার (১৩ডিসেম্বর) সন্ত্রাসীরা ইউএন ঘাঁটি আক্রমণ করলে এই হতাহতের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, হামলায় আরও আটজন আহত হয়েছেন এবং ওই এলাকায় যুদ্ধাবস্থা চলমান রয়েছে।

জানা গেছে, নিহত মাসুদ রানা বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত সাহার মালিথার ছেলে। তিনি মাত্র আট দিন আগে শান্তিরক্ষা মিশনে যোগ দিয়েছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়েছে, সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে মোট চৌদ্দজন বাংলাদেশি শান্তিরক্ষী হতাহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, এর মধ্যে ছয়জন শান্তিরক্ষী নিহত এবং আটজন আহত হয়েছেন।

সেনাবাহিনী জানিয়েছে, ওই এলাকার পরিস্থিতি এখনো অস্থিতিশীল এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান। আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।

বোয়ালিয়া পাড়া গ্রামের সাহার উদ্দিনের তিন ছেলেই সেনাবাহিনীতে কর্মরত। তাদের মধ্যে বড় ছেলে ছিলেন কর্পোরাল মাসুদ রানা। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী আঁখি এবং আট বছরের মেয়ে আসনুভা তাদের প্রিয়জনের মরদেহের জন্য অপেক্ষায় রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow