সপ্তাহে ২ দিন বিরতিতে টানা থেরাপি দেওয়া হচ্ছে ইলিয়াস কাঞ্চনকে

13 hours ago 4

খ্যাতিমান অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। সপ্তাহে পাঁচ দিন নিয়মিত রেডিওথেরাপি নিচ্ছেন তিনি। বিষয়টি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার জামাতা আরিফুল ইসলাম।

জানা গেছে, ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে ভুগছেন। গত ছয় মাস ধরে লন্ডনে মেয়ের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। পাশে রয়েছেন একমাত্র মেয়ে ইসরাত জাহান ও পরিবারের অন্য সদস্যরা।

এদিকে, ‘নিরাপদ সড়ক চাই দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার পূর্ব লন্ডনে অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা।

সপ্তাহে ২ দিন বিরতিতে টানা থেরাপি দেওয়া হচ্ছে ইলিয়াস কাঞ্চনকে

দোয়া মাহফিল শেষে আরিফুল ইসলাম জানান, ‘শনিবার ও রবিবার বাদে সপ্তাহে পাঁচ দিন বাসা থেকে হাসপাতালে গিয়ে টার্গেট রেডিওথেরাপি নিচ্ছেন তিনি। চিকিৎসকরা আশাবাদী, ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে।’

ইলিয়াস কাঞ্চনের সহ-অভিনেত্রী ও লন্ডনপ্রবাসী শিল্পী সোনিয়া নিয়মিত তার খোঁজ নিচ্ছেন। তিনি বলেন, ‘চিকিৎসকেরা তাকে এখন কম কথা বলতে বলেছেন। আগের তুলনায় তার শারীরিক অবস্থা কিছুটা ভালো। আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

আরও পড়ুন:
আদালতের নির্দেশে স্বস্তি, তবে হুমকিতে নীলা চৌধুরী
২৩ বছর বয়সে না ফেরার দেশে অভিনেত্রী ইসাবেল টেট

ইলিয়াস কাঞ্চন শুধু অভিনয় নয়, দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা আন্দোলনের মুখপাত্র হিসেবে কাজ করে যাচ্ছেন। তার দ্রুত আরোগ্যের জন্য ভক্ত-অনুরাগীসহ দেশজুড়ে দোয়া চলছে।

এমএমএফ/এএসএম

Read Entire Article