সফলভাবে অনুষ্ঠিত হলো সুপার বোর্ড পার্টনার্স ফেস্টিভ্যাল

সুপার বোর্ডের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘সুপার বোর্ড পার্টনার্স ফেস্টিভ্যাল-২০২৬’। প্রথমবারের মতো থাইল্যান্ডে ১৫-১৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আয়োজিত এই পার্টনার্স মিটে প্রায় ২০০ জন ব্যবসায়িক পার্টনার (ডিলার) অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপার বোর্ডের শীর্ষ ব্যবস্থাপনা সদস্যদের মধ্যে শফিউল আথার তাসলিম (বিজনেস ডিরেক্টর), মোহাম্মদ মোফাচ্ছেল হক (বিজনেস ডিরেক্টর), কর্নেল (অব.) এ.আর. গনি (ডিরেক্টর, এইচআর অ্যান্ড ওডি), মোহাম্মদ নুরুন নবী (হেড অব বিজনেস), এ.এফ.এম জাবেদ (হেড অব বিজনেস অপারেশনস), মামুনুর রহমান (হেড অফ সেলস, গ্রীন বোর্ড), আরিফুল ইসলাম (হেড অফ সেলস, সুপার বোর্ড) এবং আ. আ. মু. আবীদ, হেড অফ ব্র্যান্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। বর্ণাঢ্য এ আয়োজনে কোরাল আইল্যান্ড ভ্রমণ, প্যারাসেইলিং, স্কুবা ডাইভিং, পাতায়া বিচ ভ্রমণ, আন্তর্জাতিক রিভার ব্রুইজ, সাফারি ও মেরিন ওয়ার্ল্ড ট্যুরের পাশাপাশি ব্যাংককের অ্যাম্বাসাডর হোটেল কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ বিজনেস সেশন অনুষ্ঠিত হয়। ফেস্টিভ্যালের সমাপনী দিনে গত বছরের সেলস প্রোমোশনাল প্রোগ্রামের রিওয়ার্ড হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে অং

সফলভাবে অনুষ্ঠিত হলো সুপার বোর্ড পার্টনার্স ফেস্টিভ্যাল

সুপার বোর্ডের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘সুপার বোর্ড পার্টনার্স ফেস্টিভ্যাল-২০২৬’।

প্রথমবারের মতো থাইল্যান্ডে ১৫-১৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আয়োজিত এই পার্টনার্স মিটে প্রায় ২০০ জন ব্যবসায়িক পার্টনার (ডিলার) অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপার বোর্ডের শীর্ষ ব্যবস্থাপনা সদস্যদের মধ্যে শফিউল আথার তাসলিম (বিজনেস ডিরেক্টর), মোহাম্মদ মোফাচ্ছেল হক (বিজনেস ডিরেক্টর), কর্নেল (অব.) এ.আর. গনি (ডিরেক্টর, এইচআর অ্যান্ড ওডি), মোহাম্মদ নুরুন নবী (হেড অব বিজনেস), এ.এফ.এম জাবেদ (হেড অব বিজনেস অপারেশনস), মামুনুর রহমান (হেড অফ সেলস, গ্রীন বোর্ড), আরিফুল ইসলাম (হেড অফ সেলস, সুপার বোর্ড) এবং আ. আ. মু. আবীদ, হেড অফ ব্র্যান্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।

বর্ণাঢ্য এ আয়োজনে কোরাল আইল্যান্ড ভ্রমণ, প্যারাসেইলিং, স্কুবা ডাইভিং, পাতায়া বিচ ভ্রমণ, আন্তর্জাতিক রিভার ব্রুইজ, সাফারি ও মেরিন ওয়ার্ল্ড ট্যুরের পাশাপাশি ব্যাংককের অ্যাম্বাসাডর হোটেল কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ বিজনেস সেশন অনুষ্ঠিত হয়।

ফেস্টিভ্যালের সমাপনী দিনে গত বছরের সেলস প্রোমোশনাল প্রোগ্রামের রিওয়ার্ড হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে অংশীদারদের অবদানকে সম্মান জানানো হয়।

এই পার্টনার্স ফেস্টিভ্যাল সুপার বোর্ড ও তার ব্যবসায়িক অংশীদারদের মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় ও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow