সবকিছু আগে থেকেই ঠিক করা ছিল: ব্রাজিল কোচ

3 months ago 21

ম্যাচ শেষ হয়েছে সমতায়। কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী নির্ধারিত ৯০ মিনিটের পরই হয় পেনাল্টি। কে যাবে সেমিফাইনালে, ব্রাজিল-উরুগুয়ে ম্যাচে সেটি নির্ধারিত হবে টাইব্রেকারে। ম্যাচের শেষ বাঁশির পর তাই দুই দলের কোচিং স্টাফদেরই থাকার কথা ব্যস্ততা।

উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসার সেটি ছিলও। ফুটবলারদের গোল করে দাঁড়িয়ে মাঝে থেকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিলেন তিনি। কিন্তু ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে কিনা দেখা গেলো সার্কেলের বাইরে দাঁড়িয়ে ফুটবলারদের কথা শুনতে!

স্বাভাবিকভাবেই মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিটি। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। কোচের প্রতি ব্রাজিল ফুটবলারদের যথেষ্ট সম্মান নেই, আসে এমন অভিযোগও। এবার এ নিয়ে মুখ খুলেছেন দরিভাল জুনিয়র।

তিনি বলেন, ‘একজন পেশাদারের সঙ্গে কথা না বলেই একটা ছবির ব্যাখ্যা করা, পুরোপুরি মূর্খতা। যারা মতামত দিচ্ছে, তাদের একজন পেশাদারের সম্পর্কে কিছু বলার আগে আরও বেশি ভাবা দরকার। যদি তারা ওই দৃশ্যে কোনো সম্মান না দেখে, তাহলে তাদের আমাকে পরিবারের একজন ভাবা উচিত; যে সবকিছু ও সবাইকে সম্মান করে।’

এরপর বাইরে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যাও দেন দরিভাল। তিনি বলেন, ‘সবদিক থেকেই আমি ওই কথোপকথনে অংশ নিয়েছি। আমি সার্কেলের ভেতরে কখনোই ঢুকিনি। কারণ সবকিছু ম্যাচের আগে থেকেই ঠিক করা ছিল।’

‘ওই মুহূর্তে, আমার কিছু বলার প্রয়োজনই ছিল না। যদি আমি দেখতাম কোনো পার্থক্য হচ্ছে, কোনো ঝামেলা হয়েছে অথবা হুট করে কোনো পরিবর্তন, তাহলে হয়তো বলতাম। কিন্তু ব্যাপারটা এমন ছিল না, সবকিছু আগে থেকেই ঠিক করা ছিল।’

এমএমআর/জিকেএস

Read Entire Article