সবাইকে সঙ্গে নিয়েই গড়ব নতুন শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, সবাইকে সঙ্গে নিয়েই গড়ব নতুন শরীয়তপুর। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের নাগেরপাড়া ইউনিয়নের মুন্সীর হাটে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শরীয়তপুর আমাদের সবার। এখানে দলীয় বিভাজনের জায়গা নয়, বরং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা উন্নত ও মানবিক শরীয়তপুর গড়ে তুলতে পারি। তিনি আরও বলেন, রাজনীতি হবে সেবার মাধ্যম, আর উন্নয়ন হবে মানুষের মৌলিক অধিকার। তিনি শরীয়তপুরের সামগ্রিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে তরুণ প্রজন্মের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্য রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় নেতা ও সাধারণ মানুষ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর এই অঙ্গীকারকে স্বাগত জানিয়ে বলেন, তার এই উদ্যোগ শরীয়তপুরের রাজনৈতিক সংস্কৃতি ও উন্নয়ন চিন্তায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

সবাইকে সঙ্গে নিয়েই গড়ব নতুন শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, সবাইকে সঙ্গে নিয়েই গড়ব নতুন শরীয়তপুর।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের নাগেরপাড়া ইউনিয়নের মুন্সীর হাটে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শরীয়তপুর আমাদের সবার। এখানে দলীয় বিভাজনের জায়গা নয়, বরং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা উন্নত ও মানবিক শরীয়তপুর গড়ে তুলতে পারি।

তিনি আরও বলেন, রাজনীতি হবে সেবার মাধ্যম, আর উন্নয়ন হবে মানুষের মৌলিক অধিকার।

তিনি শরীয়তপুরের সামগ্রিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে তরুণ প্রজন্মের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্য রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় নেতা ও সাধারণ মানুষ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর এই অঙ্গীকারকে স্বাগত জানিয়ে বলেন, তার এই উদ্যোগ শরীয়তপুরের রাজনৈতিক সংস্কৃতি ও উন্নয়ন চিন্তায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow