সবার ওপরে থাকবে কী রংপুরই, না অন্য কেউ?

2 weeks ago 14

ঢাকায় প্রথম পর্ব শেষে দু’দিনের বিশ্রাম। ৪৮ ঘণ্টা বিরতির পর সোমবার, ৬ জানুয়ারি থেকে বিপিএল মাঠে গড়াবে হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহ পরানের (রঃ) স্মৃতি বিজড়িত পূণ্য ভূমি সিলেটে।

ঢাকা পর্বের মত যথারীতি সোমবারও রয়েছে দুটি খেলা। প্রথমটি শুরু দুপুর দেড়টায়। পরের ম্যাচটি হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। সোমবার প্রথম দিনের খেলায় অংশ নেবে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। আর সন্ধ্যার ম্যাচটি হবে ফরচুন বরিশাল ও দূর্বার রাজশাহীর মধ্যে।

ঢাকায় ৪ দিনে হওয়া ৮ ম্যাচে সর্বাধিক ৩টি করে খেলায় অংশ নিয়েছে তিনটি দল- রংপুর রাইডার্স, দূর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। এছাড়া সিলেট স্ট্রাইকার্স ছাড়া বাকি তিনদল ফরচুন বরিশাল, চিটাগাং কিংস, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল দুটি করে খেলায় অংশ নিয়েছে। একমাত্র সিলেটই ঢাকায় হওয়া প্রথম পর্বে একটি মাত্র খেলায় অংশ নিয়ে হেরেছে।

ঢাকা পর্ব শেষে তিন খেলার সবকটায় জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। আর ২ খেলায় অংশ নিয়ে দুটিতে জিতে ৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে মেহেদি হাসান মিরাজের খুলনা টাইগার্স।

নেট রান রেটে আগে পিছনে থাকলেও এরপর এক জয়ে সমান ২ পয়েন্ট করে পেয়েছে ৩ দল চিটাগাং কিংস, ফরচুন বরিশাল ও দূর্বার রাজশাহী। তবে এর মধ্যে দূর্বার রাজশাহী একমাত্র দল যারা তিন খেলায় অংশ নিয়ে একটিতে জিতে ২ পয়েন্ট করে পেয়েছে। তবে নেট রান রেটে তিন নম্বরে চিটাগাং কিংস (১.৭০০)। চতুর্থ ফরচুন বরিশাল (-০.৭৯৭) আর তারপরে দূর্বার রাজশাহী (-০.৭৭১)।

এর বাইরে দুটি দল এখনো জয়ের নাগাল পায়নি। এর মধ্যে ঢাকা ক্যাপিটালস তিন ম্যাচ পয়েন্টশূন্য। আর সিলেট মাত্র এক ম্যাচে অংশ নিয়ে হেরেছে।

এখন দেখার বিষয়, সিলেট পর্বে কি হয়? ঢাকায় শতভাগ সাফল্য দেখিয়ে সবার ওপরে থাকা রংপুর কি সিলেটেও কক্ষপথে নিজেদের অবস্থান ঠিক রাখতে পারবে? নাকি পিছন থেকে কোন দল ওপরে উঠবে? তা জানতে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।

এআরবি/আইএইচএস

Read Entire Article