সবার প্রত্যাশা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন: ঢাকা বিভাগীয় কমিশনার

দেশের আপামর জনসাধারণসহ সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রত্যাশা একটি নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষ একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, একটি ভালো ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সবাই সম্মিলিতভাবে কাজ করলে তা অবশ্যই সম্ভব। রাজবাড়ীর সামগ্রিক পরিবেশ নির্বাচন আয়োজনের জন্য ইতিবাচক রয়েছে। আমরা সবাই মিলে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।” সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা, জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি এবং জা

সবার প্রত্যাশা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন: ঢাকা বিভাগীয় কমিশনার

দেশের আপামর জনসাধারণসহ সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রত্যাশা একটি নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষ একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, একটি ভালো ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সবাই সম্মিলিতভাবে কাজ করলে তা অবশ্যই সম্ভব। রাজবাড়ীর সামগ্রিক পরিবেশ নির্বাচন আয়োজনের জন্য ইতিবাচক রয়েছে। আমরা সবাই মিলে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা, জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ের ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি অফিসার্স ক্লাবের লন টেনিস কোর্ট এবং জেলা প্রশাসনের বাসভবনের গেট উদ্বোধন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow