সবুজ ছায়ায় চড়ুইভাতি
সকাল সাড়ে সাতটায় চট্টগ্রামের কোলাহল ছেড়ে বন্ধুদের এই দল যাত্রা শুরু করে ফটিকছড়ির হাজারিখীল বন্য প্রাণী অভয়ারণ্য ও রাঙাপানি চা–বাগানের উদ্দেশে। বাসের ভেতর শুরু হয় গানের আসর। তারুণ্যের উচ্ছ্বাসে মেঠো পথ ধরে দালানকোঠার শহর পেছনে ফেলে একসময় চারপাশ ভরে ওঠে গাঢ় সবুজে।
What's Your Reaction?