সবুজায়ন হচ্ছে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি

2 days ago 6
তিন হাজার বৃক্ষরোপণের মাধ্যমে  রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমিকে সবুজায়ন করা হচ্ছে। পূবালী ব্যাংক লিএলসির উদ্যোগে রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে কারা প্রশিক্ষণ একাডেমির অভ্যন্তরে আনুষ্ঠানিকভাবে এ বৃক্ষরোপণের উদ্বোধন করেন কারা মহাপরিদর্শক (আইজিপি) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।  বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে আইজিপির (প্রিজন) সঙ্গে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলীও উপস্থিত ছিলেন।  উদ্বোধনকালে কারা মহাপরিদর্শক বলেন, ‘পূবালী ব্যাংক কর্তৃপক্ষ রাজশাহীসহ দেশের অনেকগুলো কারাগারে এ বৃক্ষরোপণ কর্মসূচিতে সহায়তা করছে। এই গাছগুলোর মধ্যে ফলজ, বনজ ও ওষুধি গাছ রয়েছে। এর মাধ্যমে বন্দিরা যেমন ছায়া পাবে তেমনি ফল-ফ্রুট থেকে থেকে অন্যান্য সুবিধাও পাবে। সার্বিকভাবে এ বৃক্ষরোপণের মাধ্যমে বন্দিরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। পূবালী ব্যাংক এমন উদ্যোগ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।’ পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, ‘আমরা এ বছর রাজশাহী কারাগারে ৩ হাজারসহ দেশের বেশ কয়েকটি কারাগারে ১৫ হাজার বৃক্ষরোপণ করব। আমাদের টার্গেট হলো পূবালী ব্যাংকের ১১ হাজার জনশক্তি ও প্রায় এক হাজার স্থাপনা রয়েছে। এসব স্থাপনা ও এর আশেপাশে প্রচুর কার্বন নিঃস্বরণ করছি।’ তিনে বলেন, ‘আমরা গত বছর থেকে শুরু করেছি, আগামী ৪-৫ বছরের মধ্যে নেট কার্বন জিরো করতে চাই। তার মানে আরও বেশি অক্সিজেন দিতে চাই। গত বছর ২৮ হাজারের অধিক বৃক্ষরোপণ করেছি। এবছর বৃক্ষরোপণের জন্য যতগুলো জায়গা পেয়েছি তাকে ৬০ হাজারেরও বেশি গাছ লাগাতে পারব।’  
Read Entire Article