জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের তিন দফা দাবি পূরণে করণীয় ঠিক করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বুধবার (১৫ জানুয়ারি) এ সভা হবে।
সোমবার (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব আহমেদ শিবলীর সই করা নোটিশে এ সভা আহ্বান করা হয়। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প’ শীর্ষক প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা আগামী ১৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে এ বিভাগের সভাকক্ষে (কক্ষ নং- ১৮১৫, ভবন-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্যসূচি সম্পর্কে বলা হয়, প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অগ্রগতি পর্যালোচনা ও বিবিধ বিষয়ে আলোচনা করা হবে।
আরও পড়ুন
এদিকে, শিক্ষার্থীরা এ আশ্বাসে ঘরে ফিরে যেতে রাজি নন। বুধবারই যাতে সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তর হয় তারা সেটির নিশ্চয়তায় লিখিত প্রতিশ্রুতি দেন।
অনশনরত ১৪ ব্যাচের শিক্ষার্থী মাকসুদ আলী বলেন, আগেও এমন অনেক সভা মিটিং হয়েছে, কাজ হয়নি। দুই মাস আগেও আমাদের সময় দিয়েছে কাজ করেনি। আমরা এমন সময় দেওয়া আর মানি না। আমাদের কাজ হস্তান্তর হবে, তারপর আমরা আন্দোলন শেষ করবো।
এএএইচ/এমএইচআর