সভাপতিকে মারধর করায় ছাত্রদল নেতা বহিষ্কার

22 hours ago 9

সুনামগঞ্জের তাহিরপুরে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে প্রকাশ্য মারধর করার অভিযোগে ছাত্রদল নেতা রাকাব উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল ও সদস্য সচিব আসাদুজ্জামান মুন্নার স্বাক্ষরিত একটি প্যাডে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত ছাত্রদল নেতা রাকাব উদ্দিন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য।

জানা যায়, রাজনৈতিক বিরোধিতার জেরে গত ৩০ মার্চ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর বাজারে ইউনিয়ন ছাত্রদল সভাপতি শ্যামল হোসেনকে দিনেদুপুরে প্রকাশ্যে মারধর করে রাকাব উদ্দিন। এসময় শ্যামলের নাকমুখ দিয়ে রক্ত বের হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে বাজারেই প্রাথমিক চিকিৎসা দেন।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল ও সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না কালবেলাকে জানান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের আবেদনের প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাখাব উদ্দিনকে ইউনিয়ন ছাত্রদলের সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

Read Entire Article