দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সমতলে চায়ের ভূ-স্বর্গ হয়ে উঠেছে । চট্টগ্রাম ও সিলেটের পর চা আবাদে তৃতীয় অবস্থানে থাকার পর চা উৎপাদনে দ্বিতীয় অবস্থান দখল করে নিয়েছে এ জেলার চা শিল্প। গত দুই যুগে নীরব চা বিপ্লবে বদলে দিয়েছে দেশের উত্তরের সীমান্ত জনপদ পঞ্চগড়কে। এক সময়ের কঠিন দারিদ্রতা ও অর্থনৈতিক সংকট ঘুচিয়ে বদলে দিয়েছে জীবনযাত্রা। সবুজ চা শিল্পকে কেন্দ্র করে অগ্রসর করেছে অনুন্নত... বিস্তারিত