বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আল মেহরাজ শাহরিয়ার (২৪) অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ২৩৪ নম্বর রুমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাহরিয়ার। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা আল আমিন জানান, শাহরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। রাত ২টার দিকে জহুরুল হকলের ২৩৪ নম্বর হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এখন। তিনি আরও জানান, তার প্রাথমিকভাবে শ্বাসকষ্ট আছে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ অসুস্থ হয়ে আল মেহরাজ শাহরিয়ারকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মেডিসিন বিভাগে তাকে ভর্তি দেওয়া হয়।
কাজী আল আমিন/এসএনআর/এএসএম