সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে হাজারো সাদা রঙের শাপলা। দেখে মনে হবে ফুলের বিছানা। ৬০০ বিঘাজুড়ে বিস্তৃত বিল। যত দূর চোখ যায়, তত দূর দেখা যায় সাদা শাপলা। এটি শাপলার বিল হিসেবে পরিচিত। এর সৌন্দর্য দেখতে দূরদূরান্ত থেকে হাজারো দর্শনার্থী আসছেন।। নৌকায় চড়ে বিল ও ফুলের সৌন্দর্য উপভোগ করছেন। অনেকে ছবি তোলেন, কেউ কেউ ভিডিও করেন।
এই বিলের অবস্থান দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর গ্রামে। নৌকায়... বিস্তারিত