কার্তিকের মৃদু ঠান্ডা বাতাস উড়ে আসছে গারো পাহাড় থেকে। আর শালবন থেকে ভেসে আসছে সাঁঝের নিঃশব্দতায় শিয়াল, প্যাঁচার ডাক। সন্ধ্যার ম্লান আলো ঢেকে গিয়েছে উত্থান একাদশীর শুক্লপক্ষের দুকূল ভাসানো জ্যোৎস্নায়, সাভারের নিস্তব্ধ এক গ্রাম, কাছৈড়। জীর্ণ আঁতুড়ঘরে রাতের আঁধার বিদীর্ণ করে, কাকডাকা জ্যোৎস্নায়, জন্ম নেন একজন রণদা প্রসাদ সাহা।কাছৈড় গ্রাম ছিল তাঁর নানার বাড়ি। সে সময়ের প্রথা অনুযায়ী,... বিস্তারিত