সমাজের অবক্ষয় ও অপরাধ দমনে কাজ করছে টিডিপি: আনসার ডিজি

2 months ago 6

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, গ্রামীণ এলাকায় গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) যেমন সামাজিক নিরাপত্তায় অবদান রাখছে, তেমনই নগর এলাকায় নগর প্রতিরক্ষা দলের (টিডিপি) সদস্যরাও শহরাঞ্চলের সমাজে অবক্ষয় ও অপরাধপ্রবণতা প্রতিরোধে কাজ করছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এবং ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার তত্ত্বাবধানে পরিচালিত নগর প্রতিরক্ষা দলের (টিডিপি) ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলন।

 আনসার ডিজি

প্রশিক্ষণার্থীদের সফলভাবে কোর্স সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়ে আনসারের মহাপরিচালক বলেন, আপনারা শুধু একটি বাহিনীর সদস্য নন, বরং এই মহানগরীর নিরাপত্তা ও স্থিতিশীলতার অংশীদার। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আপনাদের এলাকায় শান্তি, শৃঙ্খলা ও জনকল্যাণ নিশ্চিত করাই হবে আপনাদের প্রধান দায়িত্ব। শুধু বাহ্যিক দুর্যোগ নয়, সমাজে বিদ্যমান অবক্ষয় ও অপরাধপ্রবণতা প্রতিরোধেও আপনাদের সচেতন, দায়িত্বশীল ও সমন্বিত ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, দেশের যেকোনো আপৎকালীন পরিস্থিতিতে টিডিপি সদস্যরা যেন আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারে, সে লক্ষ্যেই এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। গ্রামীণ এলাকায় গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) যেমন সামাজিক নিরাপত্তায় অবদান রাখছে, তেমনই নগর এলাকায় টিডিপি সদস্যরাও দুর্যোগ ও সংকটকালে আস্থার প্রতীক হিসেবে ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে এ ভূমিকা আরও জোরদার হবে।

 আনসার ডিজি

‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের ৬৪টি জেলার ৮০টি ওয়ার্ডের মোট ৫ হাজার ২৮০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। ১৬ জুন শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নগর প্রতিরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, কিশোর গ্যাং প্রতিরোধ, ভূমিকম্প ও বন্যা মোকাবিলা, প্রাথমিক চিকিৎসা এবং জনসচেতনতামূলক কার্যক্রমে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আশরাফুল আলম, ঢাকা মহানগর আনসার পরিচালক নুরুল আফসারসহ বাহিনীর অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।

টিটি/এমকেআর/এমএস

Read Entire Article