জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠিত ছাত্রদলের সমাবেশ সফল হওয়ায় সংগঠনের কেন্দ্রীয় এবং জেলা নেতাদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ৩ আগস্ট রাজধানীর শাহবাগে সমাবেশ করে ছাত্রদল।
মঙ্গলবার (৫ আগস্ট) ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এক চিঠিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রসমাবেশ অত্যন্ত সফল ও স্বার্থকভাবে সম্পন্ন হয়েছে। এই সাফল্যের পেছনে আপনার আন্তরিকতা, কর্তব্যনিষ্ঠা ও শৃঙ্খলাবোধের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
- আরও পড়ুন
জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারির নির্বাচন, দুটোকেই স্বাগত বিএনপির
জামায়াত-শিবির ২৪ দিয়ে ৭১ ঢাকার চেষ্টা করছে: এনসিপি নেতা অনিক
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে তারেক রহমান আপনার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আগামীর পথচলায় আপনার আরও সাফল্য কামনা করছি।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, কেন্দ্রীয় ২৫৮ জন নেতা ছাড়াও জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতাদের অভিনন্দনপত্র পাঠানো হয়েছে।
কেএইচ/কেএসআর