সমাবেশস্থলেই জুমার নামাজ পড়লেন কর্মী-সমর্থকেরা

5 hours ago 5

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছে ছাত্র-জনতা ও দলের নেতাকর্মীরা। তাদের অনেককে সমাবেশস্থলে জুমার নামাজ পড়তে দেখা গেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে জাতীয় নাগরিক কমিটির এক নেতা নামাজের ঈমামতি করেন।

এসময় উপস্থিত ছাত্র-জনতা ও সমাবেশে আসা অতিথিরা নামাজে অংশ নেন।

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ ঘিরে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শেষ। শুক্রবার বিকেল ৩টায় নতুন দলটি আত্মপ্রকাশ করবে। সারাদেশ থেকে নেতাকর্মী এ অনুষ্ঠানে যোগ দেবে বলে জানা গেছে।

আরএএস/এমকেআর

 

 

Read Entire Article