সমালোচনা নিয়ে মুখ খুললেন দীঘি

2 weeks ago 16

শিশুশিল্পী থেকে নায়িকা। তার পথচলায় যেমন প্রশংসা ছিল, তেমনি ছিল আবার সমালোচনার কাঁটাও। কিন্তু আজকের প্রার্থনা ফারদিন দীঘি সেই সব ঝড়-ঝাপটা পেরিয়ে আরও দৃঢ়, আরও আত্মবিশ্বাসী। এখন আর তিনি বিতর্কে নয়, মনোযোগ দিয়েছেন শুধু নিজের অভিনয় আর ভালো কাজের স্বপ্নে। 

এ বছরের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল দীঘি অভিনীত সিনেমা ‘জংলি’। যেখানে বেশ সাড়া ফেলেছিলেন তিনি সিয়ামের বিপরীতে অভিনয় করে। আর এরপরই শোনা যায় তার বেশ কয়েকটি নতুন কাজের কথা।

সম্প্রতি শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘বিদায়’-এর শুটিং, যেখানে সহশিল্পী হিসেবে আছেন বাপ্পারাজ। সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে চলছে শুটিং, যা নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। পরে মধ্যপ্রাচ্যের একটি দেশে সিনেমার কিছু অংশ ধারণ করা হবে।
এমন সময়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দীঘি। সেখানে জানান, নায়িকা হওয়ার পর নানা সমালোচনার মুখে পড়েছেন, কিন্তু সেগুলোই আমাকে শক্ত রেখেছে।

তার কথায়, ‘প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে প্রধান। কারণ চরিত্রের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই। 
কাজ করলে সমালোচনা থাকবেই, কিন্তু এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না। আগে কষ্ট পেতাম, এখন বুঝি, অনেকে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়।’

জানা যায়, আসন্ন সিনেমাটি পরিচালনা করছেন বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং চলচ্চিত্রটি প্রযোজনা করছেন শাহরিন আক্তার। 

Read Entire Article