সমুদ্র গবেষণায় স্যাম্পল কালেক্টিং বোট কেনা হচ্ছে

3 months ago 50

সমুদ্র বিষয়ক গবেষণা কাজের জন্য ১টি স্যাম্পল কালেক্টিং বোট, ২টি স্পিডবোট ক্রয়, পন্টুনসহ জেটি ও গ্যাংওয়ে নির্মাণের উদ্যোগ নিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। প্রস্তাবটিতে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মঙ্গলবার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, রাষ্ট্রীয় সমুদ্র গবেষণা ও জরিপ কাজের জন্য ১টি স্যাম্পল কালেক্টিং বোট (স্মল রিসার্চ ভেসেল), ২টি স্পিডবোট এবং ১টি পন্টুনসহ জেটি ও গ্যাংওয়ে নির্মাণ কার্য ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে সংগ্রহের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সভায় জানানো হয়, সমুদ্র বিষয়ক গবেষণা কার্যক্রম গ্রহণ, গবেষণার ফলাফল প্রয়োগ এবং এ সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গৃহীত ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট’ প্রকল্পের আওতায় ১টি স্যাম্পল কালেক্টিং বোট ও ২টি স্পিড বোট সংগ্রহ করা প্রয়োজন।

এছাড়া স্যাম্পল কালেক্টিং বোট এবং স্পিড বোট নিয়মিত মুরিং এবং মেরামত ও সংরক্ষণের জন্য কক্সবাজারস্থ খুরুশকুল এলাকায় মহেশখালী চ্যানেলে পন্টুন, জেটি ও গ্যাংওয়ে নির্মাণ করা প্রয়োজন। এ বিষয়ক ক্রয় কাজ পিপিআর ২০০৮ এর বিধি ৭৬(২) অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে (উচগ) ক্রয়ের নীতিগত অনুমোদনের প্রস্তাব করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

জানা গেছে, স্যাম্পল কালেক্টিং বোট ও স্পিড বোটের প্রাক্কলিত মূল্য ৮০ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার টাকা এবং পন্টুন, জেটি ও গ্যাংওয়ে-এর প্রাক্কলিত মূল্য ১৪ কোটি ৪ লাখ ৩৭ হাজার টাকা। সরকারি প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেড-এর মাধ্যমে প্রকল্পটি সম্পন্ন করা হবে।

এদিকে সভায় টিসিবি কর্তৃক বিভিন্ন পণ্য ক্রয়ের দরপত্রে সময়সীমা হ্রাস, কার্যসম্পাদন জামানতের পরিমাণ হ্রাস এবং পণ্য ক্রয়ের ক্ষেত্রে অনুমোদনের আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ পুনঃনির্ধারণের একটি প্রস্তাব উপস্থান করা হয়। এর আংশিক অনুমোদন দিয়ে প্রস্তাবটি আরও বিস্তারিত উল্লেখ করে পরবর্তী সভায় উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত সচিব জাহেদা পারভীন বলেন, উন্মুক্ত দরপত্রের ক্ষেত্রে যে সময়সীমা আছে আন্তর্জাতিক ও স্থানীয়’র ক্ষেত্রে ৪২ দিন ও ২৮ দিন, সেটিকে আন্তর্জাতিকের ক্ষেত্রে ১৫ দিন এবং স্থানীয়’র ক্ষেত্রে ১৪ দিন হিসাবে পরিবর্তন করার বিষয়টি কমিটি অনুমোদন দিয়েছে।

এমএএস/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article