সমুদ্রে মাছ ধরছেন প্রভা
একসময় বাংলাদেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন সাদিয়া জাহান প্রভা। সাবলীল অভিনয় ও প্রাণবন্ত উপস্থিতিতে মুগ্ধ করেছিলেন দর্শককে। সেই রঙিন দুনিয়া থেকে এখন অনেক দূরে- স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি, আর অভিনয়কে বিদায় জানিয়ে নতুনভাবে গড়ে তুলেছেন নিজের পথচলা।
প্রভার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া উপস্থিতিই বলছে সে গল্প। ইনস্টাগ্রামে নিয়মিত সক্রিয় প্রভা সেখানে ভাগ করে নেন জীবনের নানা সুখ-দুঃখ, রঙিন মুহূর্ত। সম্প্রতি তার শেয়ার করা একটি ছবিতে দেখা যায়- সমুদ্রে মাছ ধরছেন তিনি। খোলা চুল, মুখভরা হাসি; ক্যামেরাবন্দি সেই দৃশ্য মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে। ছবিটি ঘিরে অনুরাগীদের প্রতিক্রিয়াও ছিল উচ্ছ্বসিত।
কেউ লিখেছেন, ‘দারুণ মুহূর্ত, অনেক সুন্দর লাগছে।’ আরেক ভক্তের মন্তব্য, ‘আপনার চমৎকার মাছ ধরার ছবির জন্য অসংখ্য ধন্যবাদ।’ অনেকেই প্রভার নতুন অধ্যায়কে স্বাগত জানিয়ে শুভকামনাও জানিয়েছেন।
অভিনয় থেকে সরে এলেও প্রভা নিজেকে গুটিয়ে নেননি। তার ইনস্টাগ্রাম প্রোফাইল বলছে- এখন তিনি একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিতি গড়ে তুলেছেন; কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনও উপভোগ করছেন নিজের মতো করে। উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন সাদিয়া জাহান প্রভা। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করে তিনি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
বর্তমানে অভিনয়ের আলো-ঝলমলে জগত ছেড়ে ভিন্ন পথে হাঁটলেও, নতুন জীবনের অভিজ্ঞতা ও মুহূর্তগুলোতেই যেন খুঁজে পেয়েছেন নিজের স্বস্তি ও আনন্দ।