সম্পদ-স্বজন সেদিন কাজে আসবে না
সন্ধ্যার পর পর থালার মতো বড় চাঁদ উঠেছে আকাশে। যাত্রাবাড়ী মোড়ে জ্যামে বসে আছি। হর্নের শব্দে কানে তালা লেগে গেছে। শরীর ঘামে ভেজা। মেজাজ খিটখিটে। এমন সময় চোখ চলে গেল দূর আকাশে। আজ ভরা পূর্ণিমা। আল্লাহর কী অপার নেয়ামত চাঁদ। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। জ্যাম ছেড়ে দিলেও চোখ সরে না চাঁদ থেকে। গাড়ি চলছে। ফ্লাইওভার- বড় বড় বিল্ডিং এসে চাঁদ ঢেকে ফেলছে। আবার মোড় ঘুরতেই দেখা যাচ্ছে রাশি রাশি চাঁদের হাসি। আহ! কত বছর পর চোখ জুড়িয়ে চাঁদ দেখছি নিজেও বলতে পারব না। বাসায় এসেছি কিন্তু চাঁদের মায়াবী রূপ ভুলতে পারছি না। প্রেয়সীর সোহাগ, সন্তানের আদর, মায়ের ভালোবাসা কোনো কিছুই আজ আমাকে শান্ত করতে পারছে না। সবাই যখন ঘুমিয়ে