সম্পর্কে ইতি টানলেন খুশি-বেদাঙ্গ

বলিউডের ঝলমলে পার্টির আলো, ক্যামেরার ফ্ল্যাশ আর গ্ল্যামারের ভিড়, সবখানেই যেন একসঙ্গে ধরা দিতেন বেদাঙ্গ রায়না ও শ্রীদেবী কন্যা খুশি কাপুর। বলিউডের হাইপ্রোফাইল পার্টি থেকে শুরু করে আম্বানিদের পারিবারিক অনুষ্ঠান, এই যুগল মানেই ছিল নজরকাড়া উপস্থিতি। কিন্তু সেই রঙিন অধ্যায়ে হঠাৎই নেমে এলো অচেনা নীরবতা।  প্রায় দুই বছরের সম্পর্কের পর এবার আলাদা পথ বেছে নিয়েছেন বেদাঙ্গ ও খুশি, যা ইতোমধ্যেই বি-টাউনে তৈরি করেছে নতুন আলোচনার ঝড়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়,  খুব সম্প্রতি খুশি-বেদাঙ্গের ব্রেকআপ হয়েছে। তারকাদের ঘনিষ্ঠ এক সূত্র এ বিষয়ে বলেন, ‘খুশি আর বেদাঙ্গকে এখন আর জুটি বলা যায় না। ওদের সম্পর্কটা আর নেই।‘ তবে ঠিক কোন কারণে সম্পর্ক ভাঙল এ বিষয়ে এখনো মুখ খোলেননি খুশি-বেদাঙ্গ। কিন্তু এখনো তারা দুজন দুজনকে সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে ফলো করছেন।  বন্ধুত্ব দিয়েই শুরু হয়েছিল তাদের প্রেমের আখ্যান। তাই হয়তো প্রেমের সম্পর্ক ঘুচে গেলেও বন্ধুত্বে ইতি টানতে চাননি তারা এমনটিই মনে করছেন নেটিজেনরা। উল্লেখ্য, ২০২৩ সালে জোয়া আখতারের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন খুশি কাপুর। জনপ্রিয় ‘আর্চি’ কমিক্স অবলম্বন

সম্পর্কে ইতি টানলেন খুশি-বেদাঙ্গ

বলিউডের ঝলমলে পার্টির আলো, ক্যামেরার ফ্ল্যাশ আর গ্ল্যামারের ভিড়, সবখানেই যেন একসঙ্গে ধরা দিতেন বেদাঙ্গ রায়না ও শ্রীদেবী কন্যা খুশি কাপুর। বলিউডের হাইপ্রোফাইল পার্টি থেকে শুরু করে আম্বানিদের পারিবারিক অনুষ্ঠান, এই যুগল মানেই ছিল নজরকাড়া উপস্থিতি। কিন্তু সেই রঙিন অধ্যায়ে হঠাৎই নেমে এলো অচেনা নীরবতা।  প্রায় দুই বছরের সম্পর্কের পর এবার আলাদা পথ বেছে নিয়েছেন বেদাঙ্গ ও খুশি, যা ইতোমধ্যেই বি-টাউনে তৈরি করেছে নতুন আলোচনার ঝড়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়,  খুব সম্প্রতি খুশি-বেদাঙ্গের ব্রেকআপ হয়েছে। তারকাদের ঘনিষ্ঠ এক সূত্র এ বিষয়ে বলেন, ‘খুশি আর বেদাঙ্গকে এখন আর জুটি বলা যায় না। ওদের সম্পর্কটা আর নেই।‘

তবে ঠিক কোন কারণে সম্পর্ক ভাঙল এ বিষয়ে এখনো মুখ খোলেননি খুশি-বেদাঙ্গ। কিন্তু এখনো তারা দুজন দুজনকে সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে ফলো করছেন। 

বন্ধুত্ব দিয়েই শুরু হয়েছিল তাদের প্রেমের আখ্যান। তাই হয়তো প্রেমের সম্পর্ক ঘুচে গেলেও বন্ধুত্বে ইতি টানতে চাননি তারা এমনটিই মনে করছেন নেটিজেনরা।

উল্লেখ্য, ২০২৩ সালে জোয়া আখতারের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন খুশি কাপুর।

জনপ্রিয় ‘আর্চি’ কমিক্স অবলম্বনে তৈরি নেটফ্লিক্স অরিজিনাল ছবি ‘দ্য আর্চিজ’ দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেন শ্রীদেবী কন্যা খুশি কাপুর। আর এই ছবিতে খুশির পাশাপাশি অভিনয় করেছিলেন বেদাঙ্গ রায়না। আর গুজন রয়েছে এই ছবির শুটিংয়ের সময় থেকেই বেদাঙ্গ ও খুশির প্রেমের শুরু হয়।

এদিকে বর্তমানে খুশির হাতে আপাতত তেমন কোনো সিনেমার কাজ নেই। তবে বেদাঙ্গ ইতোমধ্যে আলিয়া ভাটের বিপরীতে ‘জিগরা’ ছবিতে অভিনয় করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow