‘সম্ভাব্য যুদ্ধের’ প্রস্তুতিতে তুরস্ক, সীমান্তে নজরদারি জোরদার

2 months ago 4

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ‘সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির’ জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গোপন সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, এরই মধ্যে তুরস্ক-ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ইরান থেকে তুরস্কে শরণার্থীদের ‘অস্বাভাবিক’ প্রবাহ দেখা যায়নি।

সূত্র জানায়, তুরস্ক বর্তমানে বহুস্তরবিশিষ্ট ও সমন্বিত আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করছে, যেখানে দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার ও অস্ত্রব্যবস্থা ব্যবহৃত হচ্ছে। এর লক্ষ্য হলো, উচ্চ পর্যায়ের যুদ্ধ প্রস্তুতি নিয়ে রাখা।

এছাড়া, ইসরায়েল যখন ইরানে হামলা শুরু করে, তখন তুরস্কের ‘দ্রুত প্রতিক্রিয়াশীল’ উড়োজাহাজগুলো তৎক্ষণাৎ আকাশে উড়েছিলে বলেও জানা গেছে। এগুলো এখনো আকাশে টহল দিচ্ছে, যাতে ইসরায়েলি যুদ্ধবিমান সীমান্ত লঙ্ঘন করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো যায়।

তুরস্ক এখন পর্যন্ত এই যুদ্ধে সরাসরি জড়ায়নি। তবে আঙ্কারা আগেই জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যে কোনো যুদ্ধ তাদের নিরাপত্তা ও অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। এ কারণে সীমান্ত নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এসএএইচ

Read Entire Article