সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা : মিষ্টি

9 hours ago 2

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ‘সিনেমায় ছোট একটা চরিত্র করে অসম্মানিত হওয়ার চেয়ে সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা, সে যত বড় তারকা হোক না কেন।’

নায়িকার এই বক্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা। কেউ তার বক্তব্যকে সমর্থন জানাচ্ছেন, আবার কেউ বলছেন— এটা তার ব্যক্তিগত অভিমত, যা বর্তমান চলচ্চিত্র অঙ্গনের বাস্তব চিত্রও প্রকাশ করে।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। এরপর থেকে তিনি নিয়মিত কাজ করেছেন বেশ কয়েকটি সিনেমায়, পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সাহসী মন্তব্যের কারণে প্রায়ই সংবাদ শিরোনাম হয়েছেন।

পোস্টের কমেন্ট বক্সেও এসেছে নানা প্রতিক্রিয়া। এক নেটিজেন লিখেছেন, ‘তোমার ছবি করা লাগবে না, এখন তো কেউ সিনেমা দেখে না, কিন্তু সত্যি বলছি তুমি অনেক সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘আপনি অভিনয় ছাড়াই সেরা।’

মিষ্টির এই মন্তব্য থেকে স্পষ্ট— তিনি আপসহীনভাবে নিজের অবস্থান ধরে রাখতে চান। হয়তো তাই, ক্যারিয়ারে কিছুটা ধীরগতি এলেও নিজের সম্মান ও আত্মমর্যাদার জায়গায় তিনি আপস করতে রাজি নন।

Read Entire Article