সরকার অজনপ্রিয় হওয়ার মতো কোনো প্রশ্নই দেখছি না: প্রেস সচিব

2 days ago 8

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার অজনপ্রিয় হওয়ারতো কোনো প্রশ্নই দেখছি না। বরং সরকার দেশের মানুষের অর্থনৈতিক স্বাস্থ্য (ফাইন্যান্সিয়াল হেলথ) যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখছে।

রোববার (১২ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন পণ্যের ওপর শুল্ক আরোপ ও গ্যাসের দাম বৃদ্ধির ফলে সরকার অজনপ্রিয় হয়ে উঠছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকার কি কারণে কোন প্রেক্ষাপটে শুল্ক কর ও গ্যাসের মূল্যবৃদ্ধি করছে এ ব্যাপারে মানুষকে বোঝানো সাংবাদিকদের কর্তব্য বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, আমরা অনেক পপুলিস্ট কথা বলতে পারি, কিন্তু আমার মনে হয় পপুলিস্ট হওয়ার চেয়েও বাস্তবতা তুলে ধরা বেশি প্রয়োজন।

শফিকুল আলম বলেন, বিগত সরকার যে ধরনের ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে, কোথায় কোথায় অপচয় হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। দেশে এমনও রেললাইন করা হয়েছে যেখানে দিনে মাত্র একটি রেলগাড়ি চলে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল প্রয়োজন ছিল না। এখন বর্তমানে প্রতিদিন কত টাকা লোকসান গুনতে হচ্ছে।

শফিকুল আলম বলেন, আমরা চাচ্ছি ফিনান্সিয়াল হেলথটাকে স্টেবল করতে। এটা বাংলাদেশের জন্য ভালো হবে।

এমআইএইচএস/জেআইএম

Read Entire Article