সরকার একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে : মুহাদ্দিস আব্দুল খালেক

1 hour ago 4

অন্তর্বর্তী সরকার এখনই একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা জামায়াতের আয়োজনে প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আব্দুল খালেক বলেন, স্বচ্ছ পরিবেশে নির্বাচন হলে জনগণ জামায়াতকে সরকার গঠনের সুযোগ দেবে। তিনি দাবি করেন, আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং পিআর পদ্ধতি চালু করতে হবে।

জামায়াতের দাবি, ‘জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা বাস্তবায়নের জন্যই’ এই কর্মসূচি পালন করা হয়েছে।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি সহযোগী অধ্যাপক ওবায়দুল্লাহ, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোশারফ হোসেন, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি হাবিবুর রহমানসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এর আগে খণ্ড খণ্ড মিছিল শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে জড়ো হয়। পরে সেখান থেকে জাতীয় পতাকা এবং জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

Read Entire Article