বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিনোদন অঙ্গনের তারকাদের বড় একটি অংশ সংহতি জানিয়েছিলেন। এ আন্দোলনের জেরে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। গতকাল (৫ আগস্ট) থেকে আবারও প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন তারকারা। নিজেদের নিরাপত্তা নিয়ে যারা শঙ্কায় ছিলেন, এখন তারাও মন খুলে জানাচ্ছেন মনের কথা।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ফেসবুকে বিশেষ আহ্বান জানিয়েছেন ঢালিউড তারকা শাকিব খান। আজ (৬ আগস্ট) মঙ্গলবার বেলা ১২টার দিকে তিনি লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না দেয়। এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে – সবার আগে দেশ, মানুষ, ভাবমূর্তি এবং দেশের সম্পদ।’
শাকিব আরও লিখেছেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে, আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।’
গত একমাস ধরে চলমান আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় ফেসবুকে একটি পোস্ট দিয়ে শাকিব লিখেছিলেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইলো, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’
গত ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খান অভিনীত ছবি ‘তুফান’। রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দেখা গেছে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায়। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, কলকাতার মিমি চক্রবর্তী প্রমুখ।
এমএমএফ/আরএমডি/জেআইএম