বাগেরহাট জেলা শহর থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া হোজির নদী একসময় চলাচল করতো নৌযান, স্থানীয়রা মাছ শিকার ও কৃষি সেচের ভরসা ছিল এই নদী। তবে বছরের পর বছর ধরে স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা নদীটি মাছের খামারে রূপ নিয়েছে। যখন যারা ক্ষমতায় থাকে নদীটিতে বাধঁ ও জাল দিয়ে মাছের খামার করে রাখে। ফলে কখনোই দখলমুক্ত হয়না।
স্থানীয়দের অভিযোগ, বর্তমান পরিস্থিতি... বিস্তারিত