সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছে

6 days ago 6
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার মতপ্রকাশ ও সমাবেশ করার স্বাধীনতার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছে। গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করাও সরকারের আরেকটি বড় সাফল্য। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে গতকাল বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, তাঁর মন্ত্রণালয় বা সরকারের ১০০ দিনে গণমাধ্যমের কার্যক্রমে কখনোই হস্তক্ষেপ করেনি। সংবাদমাধ্যম এখন তার পেশাগত কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। মুক্তিযুদ্ধের ৫৩ বছরের ইতিহাসে দেশের জনগণ ও গণমাধ্যম কখনো এমন স্বাধীনতা ভোগ করেছে কি না তা আমাদের জানা নেই।
Read Entire Article