সরকারকে সময় দেওয়ার ব্যাপারে এবি পার্টি ‘উদার’

2 months ago 27
নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার ব্যাপারে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, এই সরকারকে সময় দেওয়ার ব্যাপারে আমরা উদার। অন্তর্বর্তী সরকার কিন্তু নির্বাচনকালীন সরকার নয়। রোববার (১৭ নভেম্বর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ফুয়াদ বলেন, কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে জুলাই-আগস্ট বিপ্লব হয়নি। যদিও রাজনৈতিক দল ও তাদের নেতাকর্মীরা এ আন্দোলনে অংশ নিয়েছে। যে ছয় কোটি তরুণ জুলাই-আগস্টের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারা কেউ এখনো নির্বাচনের দাবি তোলেনি। তাহলে এই সরকারের ম্যান্ডেট আমাদের বোঝা দরকার যে তরুণদের সরকার, তরুণরা কী চান? তারা অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে ইচ্ছামতো যা করবে, তা কিন্তু না। এ জন্য এ সরকার ‘ইলেকশন প্লাস ম্যান্ডেট’। তিনি মনে করেন, সরকার সংস্কার করে তরুণ, যুবক, রাজনৈতিক দলসহ সব স্টেকহোল্ডার ও সুশীল সমাজের সঙ্গে পরামর্শ করে একটা সময়ের পর নির্বাচনের দিকে এগোবে। ব্যারিস্টার ফুয়াদ বলেন, তারা যদি ভালো পারফরম্যান্স করতে না পারে, যখন দেখবেন তারা আসলে দেশ চালাতে পারছে না, তখন আমরা দাবি তুলবো যে আপনারা চালাতে পারছেন না, নির্বাচন দিয়ে সরে যান। আর পারফরম্যান্স ভালো করলে তাদের শান্ত পরিবেশে কাজ করতে দিতে হবে। সরকারের প্রশংসা করে তিনি বলেন, জুলাই-আগস্টে আমাদের প্রশাসন যেভাবে ভেঙে পড়েছে, ১৯৭১ সালের যুদ্ধেও এভাবে ভেঙে পড়েনি। বাংলাদেশের কোনো পরিবর্তনের সময় দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এভাবে ভেঙে পড়েনি। কোনো প্রতিষ্ঠান এখন ফাংশনাল না। দেশে নির্বাচিত কোনো প্রতিনিধি নেই। তো সে রকম একটা বাস্তবতায় এ সরকার ক্ষমতা নিয়েছে, বুঝতে হবে কী পরিমাণ ভাঙা পাহাড় পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ নিতে হবে। সেটাকে বিবেচনা করে সরকারের পারফরম্যান্স খুব খারাপ বলা যাবে না। বিভিন্ন রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক নির্বাচন দাবির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের ভোটারদের জন্য এটা জটিল হয়ে যাবে। যে লেভেলে কম শিক্ষিত, অল্প বুঝওয়ালা ভোটার আছে আমাদের, তাদের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যুভিত্তিক কোনো দলের কী পলিসি, কাকে ভোট দিলে কিসের লাভ হবে, এটা বিবেচনায় আনতে তাদের কষ্ট হয়ে যাবে। সে জন্য দেশের বিভিন্ন শহরে পরীক্ষামূলকভাবে ৫০টি আসনে এই মডেলে নির্বাচন করে দেখা দরকার। প্রয়োজনে বাড়ানো বা কমানো যাবে। অন্য দেশে এই প্রক্রিয়া ফলপ্রসূ হলে এ দেশে যে হবে, তা তিন্তু না। তবে আমি নীতিগতভাবে সংখ্যানুপাতিক নির্বাচনপদ্ধতির সঙ্গে একমত। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, দলের রংপুর জেলার সদস্য সচিব এনামুল হক; মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ ও সদস্য সচিব মাহবুবুর রহমান প্রমুখ।
Read Entire Article