‘সরকারি কোনো অনুষ্ঠানে বিদেশি খাবার দেওয়া যাবে না’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম নির্দেশ দিয়েছেন, সরকারি কোনো অনুষ্ঠানে আর বিদেশি খাবার ব্যবহার করা যাবে না। শুক্রবার অর্থ মন্ত্রণালয়ের মাসিক সমাবেশে তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে স্থানীয় কৃষক ও উৎপাদকদের জন্য আরও বড় বাজার তৈরি হবে এবং দেশের অর্থনীতিও মজবুত হবে।
তিনি বলেন, যদি সব সরকারি বিভাগ স্থানীয় খাদ্যপণ্য ব্যবহার করে, তাহলে স্থানীয় কৃষকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।