সরকারি বাঙলা কলেজে দ্বিতীয় আন্তঃবিভাগ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

3 months ago 28

‘উদ্ভাবনে উন্নয়ন, বিজ্ঞানে আগামীর পথ’ এ প্রতিপাদ্যে সরকারি বাঙলা কলেজে দুদিনব্যাপী দ্বিতীয় আন্তঃবিভাগ বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) ও বৃহস্পতিবার (৮ মে) আয়োজিত এ মেলায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মেলায় উপস্থাপন করেন প্রায় ৩০টি উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর প্রকল্প।

মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা পরিষদ ও ক্লাবের সদস্যরা।

প্রকল্প উপস্থাপনার মধ্য থেকে সেরা তিনটি প্রকল্পকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অর্জন করে প্রাণিবিদ্যা বিভাগের ‘বায়ো-ফার্মিং ও পরিবেশবান্ধব কীটনাশক’ প্রকল্প। টিমের সদস্যরা ছিলেন জাবের, বর্ষা ও মানসুরা। দ্বিতীয় স্থান অধিকার করে অর্থনীতি বিভাগ। টিম সদস্য: প্রভা, চাঁদনি, আসমা)। তৃতীয় স্থান লাভ করে পদার্থবিজ্ঞান বিভাগের ‘সোলার স্মার্ট হোম’ প্রকল্প। এতে অংশ নেন রজিন, ফারহান, জিতু ও শাহীন।

আইডিয়া শেয়ারিং বিভাগেও শিক্ষার্থীরা নানা উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। এ বিভাগে প্রথম স্থান অর্জন করে সাহিদুল, আরিফা, রায়হানের টিম। দ্বিতীয় স্থান অধিকার করে সায়মা, রোকন, মনি এর টিম। তৃতীয় হয় মৌ, অহনা, সাবিহা এর টিম।

এইচএসসি পর্যায় থেকে শিহাম ও মিরাজের প্রকল্প প্রথম স্থান লাভ করে। পোস্টার প্রেজেন্টেশন বিভাগে স্নাতক পর্যায়ে প্রথম হন মুসতাফিজুর রহমান এবং এইচএসসি পর্যায়ে প্রথম হন নাইম।

মেলার অংশ হিসেবে আয়োজিত হয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫, যেখানে বিভিন্ন বিভাগ ও শ্রেণি থেকে বিজয়ীরা নির্বাচিত হন। পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম রবিউল, দ্বিতীয় ইখতিয়ার উদ্দিন ও তৃতীয় শাহিন আলম। রসায়ন বিভাগ থেকে প্রথম হাসাইন আহমেদ, দ্বিতীয় আনাস উদ্দিন, তৃতীয় আফ্রিদি। গণিত বিভাগে প্রথম সাইফুদ্দিন হিমেল, দ্বিতীয় নয়ন চন্দ্র, তৃতীয় মোজাহিদ হাসান। উদ্ভিদবিজ্ঞান বিভাগে প্রথম কলি আক্তার রুমি, দ্বিতীয় তাহমিনা আক্তার, তৃতীয় শুভ্রা। প্রাণিবিদ্যা বিভাগে প্রথম মেহেরান হোসেন, দ্বিতীয় আব্দুল্লাহ আল জাবের, তৃতীয় রাত্রি আক্তার। মৃত্তিকা বিজ্ঞান বিভাগে প্রথম শান্তা, দ্বিতীয় জাকারিয়া সুলতানা তিশা, তৃতীয় অন্তরা আক্তার। ভূগোল ও পরিবেশ বিভাগে প্রথম জাহিদ হাসান অপু, দ্বিতীয় রেদওয়ান হাসান, তৃতীয় সোহাগ হোসেন।

শ্রেণিভিত্তিক ফলাফলে দ্বাদশ শ্রেণি প্রথম মুশফিক, দ্বিতীয় অন্তরা, তৃতীয় রোওনক। একাদশ শ্রেণিতে প্রথম শিহাবুর রহমান, দ্বিতীয় মল্লিক, তৃতীয় মারজিয়া। দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় বিজ্ঞান কুইজ, পোস্টার প্রদর্শনী এবং ‘জলবায়ু পরিবর্তন ও টেকসই বিজ্ঞান’ শীর্ষক একটি সেমিনার। অনুষ্ঠান শেষ হয় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল ইসলাম বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের চিন্তা, কল্পনা ও গবেষণার দ্বার খুলে দেয়। আমরা চাই এ মেলা নিয়মিত হোক এবং আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হোক।

Read Entire Article