সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনী, বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার তারিখ জানানো হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে এ শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।
শিক্ষাপঞ্জি অনুযায়ী- আগামী বছর (২০২৫) ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে ২৪ জুন, যা চলবে ১০ জুলাই পর্যন্ত। একই সময়ে দশম শ্রেণিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। ২৭ জুলাইয়ের মধ্যে অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।
দশম শ্রেণিতে নির্বাচনী পরীক্ষা শুরু হবে ১৬ অক্টোবর। এ পরীক্ষা চলবে ৩ নভেম্বর পর্যন্ত। একই সঙ্গে শিক্ষাপঞ্জিতে নির্বাচনী পরীক্ষার ফলাফল ১০ নভেম্বরের মধ্যে প্রকাশের বাধ্যবাধকতা রাখা হয়েছে।
ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে আগামী শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা শুরু হবে ২০ নভেম্বর, যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। এ পরীক্ষার ফল ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। প্রত্যেকটি পরীক্ষা ১২ কর্মদিবসের মধ্যে শেষ করতে হবে।
আরও পড়ুন:
- রুয়েটে আবেদন বছরের শুরুতে, পরীক্ষা ফেব্রুয়ারিতে
শিক্ষক নিয়োগে দুর্নীতিতে বিশ্ববিদ্যালয়গুলো পঙ্গু হওয়ার পথে
শিক্ষাপঞ্জি অনুযায়ী- ২০২৫ সালের শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর। সরকারঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যবই বিতরণ করতে হবে।
প্রকাশিত শিক্ষাপঞ্জিতে পরীক্ষা গ্রহণের বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম হলো- অর্ধবার্ষিক, বার্ষিক, প্রাক-নির্বাচনী, নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার উত্তরপত্র এক বছর শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।
নিজ নিজ বিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র নিজেরাই তৈরি করতে পারবেন। কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগ্রহ করা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না।
তাছাড়া শিক্ষাপঞ্জিতে উল্লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা যাবে না। বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে। এসএসসি পরীক্ষার সময়ে পরীক্ষার কেন্দ্র ছাড়া অন্যান্য বিদ্যালয়সমূহে যথারীতি ক্লাস চালু রাখতে হবে।
এএইচ/এমআরএম