টাঙ্গাইলে সরকারি সহায়তার আশায় না থেকে স্বেচ্ছাশ্রমে ছয়টি কাঠের সেতু তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এলাকার যুবকরা। ফলে আসন্ন বর্ষায় হুগড়া ইউনিয়নের প্রায় ২৫টি গ্রামের লক্ষাধিক মানুষের ভোগান্তি লাঘব হবে।
কাঠের সেতুগুলো হলো- দক্ষিণ হুগড়া, গায়েনপাড়া, হুগড়া পুরাতন জামে মসজিদ, উত্তর হুগড়া ডাক্তারবাড়ি, মন্ডল মোড়ের উত্তরে রহিমের বাড়ি সংলগ্ন এবং পূর্ব চিনাখালির গেদা গায়েনের বাড়ি সংলগ্ন কাঠের সেতু।
এসব সেতু দিয়ে অনায়াসে একটি ভ্যান মালামাল ও যাত্রী নিয়ে যাতায়াত করতে পারবে। সেতু তৈরিতে ইট-সিমেন্ট, রডের পিলার, লোহার অ্যাঙ্গেল এবং কাঠের তক্তা ব্যবহার করা হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকার ছোট-বড় খালে সাঁকো বা সেতু না থাকায় প্রতি বর্ষায় মানুষের চরম ভোগান্তি হয়। এজন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুফল হয়নি। বাধ্য হয়ে এলাকার যুবকরা জনভোগান্তি লাঘবে স্বেচ্ছাশ্রমে সেতু তৈরির উদ্যোগ নেন। ঘটনাটি যুব সমাজের জন্য একটি দৃষ্টান্ত। যদিও সেতু তৈরিতে স্থানীয় সামাজিক সংগঠন ‘এসি আকরাম ফাউন্ডেশন’ অর্থায়ন করেছে।
এলাকাবাসী জানান, সেতুগুলোর মধ্যে দক্ষিণ হুগড়া কাঠের সেতু তৈরিতে দক্ষিণ হুগড়া মন্ডল পাড়া, বারালিপাড়া ও খান পাড়াসহ বেশ কয়েকটি এলাকার মানুষের যাতায়াতে সুফল আসবে। গায়েনপাড়া কাঠের সেতু তৈরির ফলে আনুহুলা চিনাখালী ও ধুপলাপাড়াসহ কয়েকটি এলাকার যোগাযোগের পথ সুগম হয়েছে।
এছাড়া হুগড়া পুরাতন জামে মসজিদের কাঠের সেতু তৈরি করায় মণ্ডলপাড়া, মোল্লাপাড়াসহ কয়েকটি এলাকার দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হয়েছে। উত্তর হুগড়া ডাক্তার বাড়ির সংলগ্ন কাঠের সেতু তৈরিতে চরহুগড়া, উত্তর হুগড়া ও ধুলবাড়িসহ কয়েকটি গ্রামের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হয়েছে।
অপরদিকে মণ্ডল মোড়ের উত্তরে রহিমের বাড়ির সংলগ্ন কাঠের সেতু তৈরি করায় চরহুগড়া ও কায়েম হুগড়ার মানুষের চলাচলের পথ সুগম হয়েছে এবং পূর্ব চিনাখালির গেদা গায়েনের বাড়ি সংলগ্ন কাঠের সেতু তৈরি করায় পূর্ব চিনাখালী ও উত্তর আনুহলার মানুষের চলাচলে ভোগান্তির লাঘব হবে।
স্থানীয় বাসিন্দা মুকুল মণ্ডল বলেন, টাঙ্গাইল সদর উপজেলার মধ্যে চরাঞ্চলের এই হুগড়া ইউনিয়ন সবচেয়ে অবহেলিত। প্রতি বছর বর্ষা এলেই চরাঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে পড়ে। বর্ষার আগেই চরাঞ্চলের হুগড়া ইউনিয়নের যেসব এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়ার আশঙ্কায় থাকে সেসব এলাকায় তারা স্বেচ্ছাশ্রমে কাঠের সেতু তৈরি করছে। এরমধ্যে ছাত্র ও দিনমজুর শ্রমিকও রয়েছেন।
এ বিষয়ে হুগড়া ইউপি চেয়ারম্যান নুরী-ই-আলম তুহিন বলেন, তার ইউনিয়নটি যমুনা নদী তীর ঘেঁষা। এ ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠীর বসবাস। এর আগে ইউনিয়নের সবচেয়ে বড় দুর্ভোগ ছিল নদী ভাঙন। বর্তমানে ভাঙন প্রতিরোধ করা হয়েছে। এরপরও যমুনা নদী তীর ঘেঁষা হওয়ায় প্রতি বছর বর্ষার পানিতে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে। তাদের দুর্ভোগ লাঘবের জন্য দীর্ঘদিন ধরে ছোট-খাটো কাঠের সেতু তৈরি করে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন গ্রামগঞ্জে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য টিউবওয়েল স্থাপন ও সেনেটারিসহ বেশ কিছু কাজ করার জন্য ‘এসি আকরাম ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করা হয়েছে।
আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/