জাতীয় নাগরিক কমিটির সদস্য জয়নাল আবেদীন শিশির বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস সরকার অনির্বাচিত নয়, ম্যান্ডেটবিহীনও নয়। এ সরকারের পূর্ণ ম্যান্ডেট আছে, জুলাই বিপ্লবে শহীদ ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে এ সরকারকে রাজপথে নির্বাচিত করেছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লায় শহরের নজরুল ইনস্টিটিউটে এক মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
‘এ সরকার অনির্বাচিত’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যুত্তরে শিশির বলেন, শহীদের রক্তে অর্জিত ম্যান্ডেটের চেয়ে কাগজের ব্যালট বেশি মূল্যবান নয়, শহীদের পবিত্র রক্তই খাঁটি ম্যান্ডেট। জুলাই বিপ্লবে গণ-আন্দোলনে রাজপথে দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং পূর্ণ সমর্থনে রাজপথেই এ সরকার নির্বাচিত হয়ে গেছে, খুব ভালোভাবেই সরাসরি নির্বাচিত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা এ দেশের কাগজের ভুয়া ম্যান্ডেট পাওয়া নির্বাচন দেখেছি ১৯৭৩ সালে, হ্যাঁ-না ভোট দেখেছি ১৯৭৮ সালে এবং হুসাইন মুহাম্মদ এরশাদের সেনা নিয়ন্ত্রণ নির্বাচনও দেখেছি এ দেশে। ফ্যাসিস্ট হাসিনার রাতের ভোটসহ তিনটি কাগজের ব্যালটের ম্যান্ডেট পাওয়া নির্বাচনও দেখতে হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির এ সদস্য বলেন, অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরাও তাড়াতাড়ি নির্বাচন চাই, আমরা নির্বাচনবিরোধী নই, বরং আমরাই চাই যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করে নির্বাচন, কারণ নির্বাচনের মাধ্যম বিজয়ী হয়ে আমরাই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেন, ৫ আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের বীজ বপন করা হয়েছে তা রক্ষা করতে হবে। আমরা বিপ্লবেও আছি এবং নির্বাচনেও আছি। ঐক্যের বাংলাদেশ গড়াতে প্রয়োজনে তরুণরাই অগ্রসেনা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মো. তরিকুল ইসলাম বলেন, নাগরিক কমিটির সঙ্গে একত্রে কাজ করে কুমিল্লাকে শক্তিশালী করার আহ্বান জানাই। আগামী নির্বাচনে ভোট ও ব্যালটের মাধ্যমে আরেকটি বিপ্লব করবে তরুণ প্রজন্ম।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সাদিয়া ফরজানা দিনা বলেন, বর্তমান সময়ে নারীরা পদে পদে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে। কর্মস্থল থেকে বিপ্লবী মিছিলে তাদের সরব অবস্থান জানান দিচ্ছে। এই বিপ্লবী জনগোষ্ঠীকেও রাষ্ট্র সংস্কারে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সকল পেশাজীবী নাগরিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, যেন নতুন বাংলাদেশে পূর্বের স্বৈরাচার ফ্যাসিস্ট দ্বারা আক্রান্ত না হয়। কোনো দল নতুন করে ফ্যাসিস্ট না হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির সদস্য ফজলে এলাহী রুবেল, মোহাম্মদ টিটু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সদস্য সচিব জিয়াউদ্দিন রুবেল, কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদ হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার মুখপাত্র ইমপা ফারহা, ছড়াকার জহিরুল হক দুলাল, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট কর্তৃক আহত সাংবাদিক এম. কে নুর আলম।