‘সরকারের বোধোদয় না হলে শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে’

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) অন্যান্য স্থাপনা ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ এবং লালদিয়ার চর ও পানগাঁওয়ের ইজারা চুক্তি বাতিলের দাবিতে শ্রমিক সমাবেশ ও পতাকা মিছিল করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। বুধবার (০৩ ডিসেম্বর) প্রবর্তক মোড়ে বিকেল ৩টায় সমাবেশের পর এক লাল পতাকা মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজির দেউরিতে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বন্দরের এনসিটিসহ অন্যান্য স্থাপনা ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ এবং লালদিয়ার চর ও পানগাঁওয়ের ইজারা চুক্তি বাতিলের দাবি জানান। একই সঙ্গে আগামী ৫ ডিসেম্বর সাগরিকায় শ্রমিক-জনসভা সফল করার আহ্বান তুলে ধরা হয়। সভাপতি তপন দত্ত বলেন, স্কপের নেতৃত্বে বন্দর রক্ষার আন্দোলন ইতোমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এরপরও সরকারের বোধোদয় না হলে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে। তিনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ৯ দফা দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তপন দত্ত বলেন, শ্রমিক অধ্যুষিত এলাকায় ন্যায্যমূল্যের দোকান স্থাপন ও রেশনিং ব্যবস্থা

‘সরকারের বোধোদয় না হলে শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে’
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) অন্যান্য স্থাপনা ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ এবং লালদিয়ার চর ও পানগাঁওয়ের ইজারা চুক্তি বাতিলের দাবিতে শ্রমিক সমাবেশ ও পতাকা মিছিল করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। বুধবার (০৩ ডিসেম্বর) প্রবর্তক মোড়ে বিকেল ৩টায় সমাবেশের পর এক লাল পতাকা মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজির দেউরিতে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বন্দরের এনসিটিসহ অন্যান্য স্থাপনা ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ এবং লালদিয়ার চর ও পানগাঁওয়ের ইজারা চুক্তি বাতিলের দাবি জানান। একই সঙ্গে আগামী ৫ ডিসেম্বর সাগরিকায় শ্রমিক-জনসভা সফল করার আহ্বান তুলে ধরা হয়। সভাপতি তপন দত্ত বলেন, স্কপের নেতৃত্বে বন্দর রক্ষার আন্দোলন ইতোমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এরপরও সরকারের বোধোদয় না হলে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে। তিনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ৯ দফা দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তপন দত্ত বলেন, শ্রমিক অধ্যুষিত এলাকায় ন্যায্যমূল্যের দোকান স্থাপন ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি এখন সময়ের দাবি। অন্য নেতারাও তাদের বক্তব্যে একই দাবি জোরালোভাবে উপস্থাপন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত এবং পরিচালনা করেন যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান। অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য দেন বঙ্গ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন, কার্যকরি সভাপতি শামসুর রহমান স্বপন ও মো. সেলিম উদ্দিন। এছাড়া বক্তব্য দেন টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, পাহাড়তলী-সাগরিকা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, ইনসাব চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বাবুল হোসেন আনিস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হানিফ, চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. পারভেজ, হোটেল সেন্ট মার্টিনের সিবিএ সভাপতি মিজানুর রহমান, মৎস্যজীবী ইউনিয়নের নেতা ননী গোপাল দাশ ও নারী নেতা আদুরী কনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow