‘সরকারের যথাযথ পদক্ষেপের অভাব আমাদের হতাশ করছে’

3 hours ago 3

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, পতিত হাসিনা ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সব উপায়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। এটা তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ভাবে ঘোষণাই দিয়ে রেখেছে। তারপরও সরকারের যথাযথ পদক্ষেপের অভাব আমাদের হতাশ করছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুরের জাজিরা উপজেলার টিএন্ডটি মোড় মাঠে খেলাফত মজলিস পৌরসভা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হতে হবে। নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলোর তৎপরতায় জনমনে অসন্তোষ দেখে দিচ্ছে। কোনো বিলম্ব ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

খেলাফত মজলিসের এই শীর্ষ নেতা বলেন, সরকারের ভেতর থেকেই একটি মহল সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরা বিগত ফ্যাসিবাদের সুবিধাভোগী। এরা চব্বিশের চেতনা ধারণ করে না। এরা পতিত হাসিনার প্রত্যাবর্তনের স্বপ্ন দেখে।

এ সময় প্রয়োজনীয় সংস্কারসহ একটি ফলপ্রসূ জাতীয় নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান এই নেতা।

জাজিরা পৌরসভা খেলাফত মজলিসের সভাপতি মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা ও সহসভাপতি মাওলানা রেজাউল করিমের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- শরীয়তপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাব্বির আহমদ উসমানী, সাধারণ সম্পাদক হাফেজ মো. দবির হোসেন শেখ।

Read Entire Article