সরকারের লক্ষ্য অর্জনে সংবাদকর্মীদের সহযোগিতা চাইলেন নবাগত ডিসি
পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক (ডিসি) কাজী মো. সায়েমুজ্জামান বলেছেন, আগামী নির্বাচন নিয়ে সরকারের যে ম্যান্ডেট, সরকারের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনে আশা করি সংবাদকর্মীরা সহায়তার হাত বাড়িয়ে দেবেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় নিজেকে সংবাদকর্মীদের সহকর্মী উল্লেখ করে জেলার সার্বিক উন্নয়নে তাদের সহযোগিতা চান জেলা প্রশাসক। একইসঙ্গে পঞ্চগড় জেলাকে দুর্নীতিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করতেও তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন। মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ, প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ প্রশাসনের কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার (১৭ নভেম্বর) রাতে পঞ্চগড়ে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন কাজী মো. সায়েমুজ্জামান। যোগদানের আগে সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। পঞ্চগড়বাসীকে উদ্দেশ করে সেখানে সায়েমুজ্জামান লেখেন, ‘আমাকে আপনাদের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। আমি আল্লাহর ই
পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক (ডিসি) কাজী মো. সায়েমুজ্জামান বলেছেন, আগামী নির্বাচন নিয়ে সরকারের যে ম্যান্ডেট, সরকারের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনে আশা করি সংবাদকর্মীরা সহায়তার হাত বাড়িয়ে দেবেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এসময় নিজেকে সংবাদকর্মীদের সহকর্মী উল্লেখ করে জেলার সার্বিক উন্নয়নে তাদের সহযোগিতা চান জেলা প্রশাসক। একইসঙ্গে পঞ্চগড় জেলাকে দুর্নীতিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করতেও তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ, প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ প্রশাসনের কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (১৭ নভেম্বর) রাতে পঞ্চগড়ে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন কাজী মো. সায়েমুজ্জামান। যোগদানের আগে সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি।
পঞ্চগড়বাসীকে উদ্দেশ করে সেখানে সায়েমুজ্জামান লেখেন, ‘আমাকে আপনাদের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। আমি আল্লাহর ইচ্ছায় আর কিছুক্ষণের মধ্যেই পঞ্চগড়ে পৌঁছাবো। অর্পিত দায়িত্ব পালন শুরু করবো। পঞ্চগড়ে পদায়নের পর আপনারা নজিরবিহীনভাবে স্বাগত জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। আপনাদের ভালোবাসায় অভিভূত হয়েছি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
দূর্নীতি দমন কমিশনের (দুদক) আলোচিত সাবেক এই পরিচালক আরও লেখেন, ‘আমি চাকরি জীবনের শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলেছি। নিজে দুর্নীতি করি না, অন্যকে করতে দেই না। পঞ্চগড়ে একটা লাগেজ আর কিছু ব্যাগ নিয়ে যাচ্ছি। সেই একটি লাগেজ আর আপনাদের ভালোবাসা নিয়েই ফেরত আসবো ইনশাআল্লাহ।’
এসএইচএ/এসআর/একিউএফ
What's Your Reaction?