সরাইলে বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

3 hours ago 6
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন দলটির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে সরাইল সদরে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথসভা করেন। এ সময় মিছিলে ঝাড়ু হাতে নিয়ে নবগঠিত উপজেলা বিএনপির কমিটিকে বিতর্কিত আখ্যা দেওয়া হয়। অবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা। সভায় বক্তব্য দেন- সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল কলেজের সাবেক ভিপি মো. ওসমান খান, বিএনপির সাবেক নেতা আবজাল হোসেন, সাবেক নেতা শফিকুল ইসলাম খন্দকার সেলু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জহির উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ।
Read Entire Article