সরিষাবাড়ীতে গরু চুরি করতে গিয়ে ঝাঁটাপেটা খেল দুই যুবক
জামালপুরের সরিষাবাড়ীতে গরু চুরি করতে গিয়ে গৃহিনীদের হাতে ধরা খেল দুই যুবক। শুক্রবার (৯ জানুয়ারী) বিকালে উপজেলায় আওনা ইউনিয়নের বাটিকামারি এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, বাটিকামারি গ্রামের মকরম হোসেনের পুত্র মিজান (৩৫), পোগলদিঘা ইউনিয়নের দামোদরপুর গ্রামের মৃত মোস্তফার পুত্র মোঃ রুবেল মিয়া। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার বাটিকামারি পশ্চিম পাড়া রেলওয়ে ক্রসিং এলাকার বাড়ীতে একটি লাল রঙের দড়ি দিয়ে বাধা গরু ছেড়ে দিয়ে চুরি করার উদ্দ্যেশে পিছু নেয় দুই যুবক। স্থানীয় গৃহিনীরা বিষয়টি টেরপেয়ে তাদের পিছু নিয়ে প্রতিবেশীদের সহায়তায় ধরে ফেলে। গাছের সাথে বেধে ঝাঁটা দিয়ে পিটিয়ে দুই যুবককে ইউপি সদস্য ফজর আলী ও গ্রাম পুলিশের মাধ্যমে আওনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিনারা বেগমের নিকট দেয়া হয়। প্যানেল চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরির সন্দেহে এলাকাবাসী দুই যুবককে আটক করে পরিষদে নিয়ে আসে। এরপর আমি সরিষাবাড়ী থানার ওসির সাথে কথা বলে তাদের থানায় হস্তান্তরের ব্যবস্থা করি। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, এলাকাবাসী গরু চুরির অভিযোগে দুই
জামালপুরের সরিষাবাড়ীতে গরু চুরি করতে গিয়ে গৃহিনীদের হাতে ধরা খেল দুই যুবক। শুক্রবার (৯ জানুয়ারী) বিকালে উপজেলায় আওনা ইউনিয়নের বাটিকামারি এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, বাটিকামারি গ্রামের মকরম হোসেনের পুত্র মিজান (৩৫), পোগলদিঘা ইউনিয়নের দামোদরপুর গ্রামের মৃত মোস্তফার পুত্র মোঃ রুবেল মিয়া। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার বাটিকামারি পশ্চিম পাড়া রেলওয়ে ক্রসিং এলাকার বাড়ীতে একটি লাল রঙের দড়ি দিয়ে বাধা গরু ছেড়ে দিয়ে চুরি করার উদ্দ্যেশে পিছু নেয় দুই যুবক। স্থানীয় গৃহিনীরা বিষয়টি টেরপেয়ে তাদের পিছু নিয়ে প্রতিবেশীদের সহায়তায় ধরে ফেলে। গাছের সাথে বেধে ঝাঁটা দিয়ে পিটিয়ে দুই যুবককে ইউপি সদস্য ফজর আলী ও গ্রাম পুলিশের মাধ্যমে আওনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিনারা বেগমের নিকট দেয়া হয়।
প্যানেল চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরির সন্দেহে এলাকাবাসী দুই যুবককে আটক করে পরিষদে নিয়ে আসে। এরপর আমি সরিষাবাড়ী থানার ওসির সাথে কথা বলে তাদের থানায় হস্তান্তরের ব্যবস্থা করি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, এলাকাবাসী গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে থানায় সোপর্দ করেছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত চুরির মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে বলেও তিনি জানান।
What's Your Reaction?