সরিষাবাড়ীতে শীত নিবারণ করতে গিয়ে দগ্ধ হয়ে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে তীব্র শীত নিবারণ করতে গিয়ে চুলার আগুনে দগ্ধ হয়ে মরিয়ম ওরফে পহেলা (১০০) নামের এক শতবর্ষী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম ওরফে পহেলা উপজেলার বলারদিয়া ইউনিয়নের পূর্ব দক্ষিণপাড়া গ্রামের মৃত হোসেন আলী মণ্ডলের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, প্রচন্ড শীত নিবারণের জন্য সোমবার (৫ জানুয়ারী) সকাল ১১ দিকে রান্নাঘরের চুলায় তাপ পোহাতে গেলে হঠাৎ তার পরনের কাপড়ে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা শরীরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে পাঠান। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত আনুমানিক ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের নাতি সেলিম রেজা জানান, দাদির বয়স বেশি হওয়ায় তিনি আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারেননি। এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাচ্চু মিয়া, ঘটনাটি সম্পর্কে তারা অবগত নন বলে জানান।

সরিষাবাড়ীতে শীত নিবারণ করতে গিয়ে দগ্ধ হয়ে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে তীব্র শীত নিবারণ করতে গিয়ে চুলার আগুনে দগ্ধ হয়ে মরিয়ম ওরফে পহেলা (১০০) নামের এক শতবর্ষী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম ওরফে পহেলা উপজেলার বলারদিয়া ইউনিয়নের পূর্ব দক্ষিণপাড়া গ্রামের মৃত হোসেন আলী মণ্ডলের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রচন্ড শীত নিবারণের জন্য সোমবার (৫ জানুয়ারী) সকাল ১১ দিকে রান্নাঘরের চুলায় তাপ পোহাতে গেলে হঠাৎ তার পরনের কাপড়ে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা শরীরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে পাঠান। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত আনুমানিক ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের নাতি সেলিম রেজা জানান, দাদির বয়স বেশি হওয়ায় তিনি আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারেননি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাচ্চু মিয়া, ঘটনাটি সম্পর্কে তারা অবগত নন বলে জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow