সলিমুল্লাহ মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৬

3 months ago 37

হামলার শিকার হয়েছে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিতে আসা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) শিক্ষার্থীরা। হামলায় এ পর্যন্ত ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২ টা ১৫ মিনিটের দিকে আন্দোলনে অংশ নিতে কলেজ গেটের সামনে আসলে শিক্ষার্থীদের আটকে দেয় ছাত্রলীগের কর্মীরা। এসময় ছাত্রলীগ কর্মীরা শিক্ষার্থীদের উপর্যুপরি চড় থাপ্পড় দিয়েছে বলে জানায় আন্দোলনকারীরা। হামলায় ২০১৮-২০১৯ সেশনের মেডিকেল শিক্ষার্থী নাফিস আনজুম খান মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

মিটফোর্ডের শিক্ষার্থীরা জানায়, নিজেদের কলেজ ক্যাম্পাসে আমাদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। আমাদের ছাত্রদের হলে আটকে রেখেছিল। বের হতে দেয়নি।

সলিমুল্লাহ মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৬

সরজমিনে দেখা যায়, এই মূহুর্তে হামলাকারীদের বহিষ্কারের দাবিতে প্রিন্সিপ্যাল অফিসের সামনে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

সলিমুল্লাহ মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৬

শিক্ষার্থীরা জানান, আজকে আমরা কোটা আন্দোলন এবং ঢাকাসহ সারা বাংলাদেশের নিরীহ ছাত্রদের ওপর হামলা প্রসঙ্গে ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। এসময় ছাত্রলীগ নেতারা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ইট ছুড়তে থাকে। এতে অনেক শিক্ষার্থীরা আহত হয়। বর্তমান ৫ম বর্ষে অধ্যয়নরত এক নারী শিক্ষার্থীকে বাজে ভাবে আঘাত করে হামলাকারীর। প্রতিহত করতে গিয়ে অনেক ছেলে শিক্ষার্থীরাও আহত হন। হামলাকারীদের যতক্ষন ক্যাম্পাস থেকে বহিষ্কার করা না হচ্ছে ততক্ষন আন্দোলন চালিয়ে যাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ক্লাস, পরীক্ষা বয়কট করার ঘোষণাও দেন তার।

এএএম/এসআইটি/জেআইএম

Read Entire Article