সহিংসতার ঘটনায় ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ২২৮

1 month ago 15

কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারাদেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে ২২৯টি। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় নতুন করে মামলা হয়েছে ২২টি।

নাশকতা-সহিংসতার ঘটনায় জড়িত অভিযোগে এসব মামলায় এ পর্যন্ত ২৭৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ২২৮ জনকে।

গ্রেফতার বেশিরভাগই জামায়াত ও বিএনপির নেতাকর্মী।

রোববার (২৬ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জাগো নিউজকে এসব তথ্য জানান।

তিনি জানিয়েছেন, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ রোববার পর্যন্ত ঢাকায় ২৭৬৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছে ২২৮ জন।

মামলার বিষয়ে এডিসি নিয়তি জানান, ডিএমপির বিভিন্ন থানায় মোট মামলা হয়েছে ২২৯টি। গত ২৪ ঘণ্টায় নতুন করে মামলা হয়েছে ২২টি। এসব মামলায় গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেফতারে চলছে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাব। অভিযানে ঢাকায় ৭৭ ও ঢাকার বাইরে ২২৭ জনসহ মোট ৩০৪ জনকে এ পর্যন্ত গ্রেফতার করেছে র্যাব।

টিটি/এসএনআর/জেআইএম

Read Entire Article