সহিংসতায় হতাহতের ঘটনায় উপাসনালয়ে হবে দোয়া-প্রার্থনা

3 months ago 25

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার হতাহতদের জন‌্য দেশের উপাসনালয়গুলোতে হবে দোয়া ও প্রার্থনা। বৃহস্পতিবার (২৫ জুলাই) সরকারি তথ‌্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ‌্য বিবরণীতে বলা হয়, টোটাল শাটডাউন আন্দোলন চলাকালীন ব্যাপক অগ্নিসন্ত্রাস, নাশকতার কারণে মৃত্যুবরণকারীদের প্রতি শোক জ্ঞাপন ও আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী রোববার সুবিধাজনক সময়ে দেশের সব মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত পুলিশসহ দুই শতাধিক ব‌্যক্তি নিহত ও বহু মানুষ আহত হন বলে বিভিন্ন গণমাধ‌্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সরকারি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালায় আন্দোলনকারীরা।

আরএমএম/কেএসআর/এএসএম

Read Entire Article