সাংবাদিক তুহিন হত্যা : আরেক আসামি গ্রেপ্তার

4 weeks ago 8

গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

জানা গেছে, আসামির নাম রফিকুল ইসলাম আরমান (২০)। তাকে সোমবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে র‌্যাব-১ এর একটি দল রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। আরমানের বর্তমানে গাজীপুরের জয়দেবপুরের শাহপাড়া এলাকায় থাকেন। তার স্থায়ী ঠিকানা জামালপুর সদর উপজেলার মুছলিমাবাদ গ্রামে। জিজ্ঞাসাবাদে আরমান সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট রাতে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটের ভেতরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ সময় তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়া হয়। নিহত সাংবাদিক তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

হত্যাকাণ্ডের পর নিহতের ভাই মো. সেলিম বাদী হয়ে বাসন থানায় হত্যা মামলা করেন। 
পরে জিএমপি ও র‍্যাব এ ঘটনায় গোট ৯ জনকে গ্রেপ্তার করে।

Read Entire Article