সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মালয়েশিয়ায় প্রতিবাদ সভা

4 weeks ago 10
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া। রোববার (১০ আগস্ট) বিকেলে কুয়ালালামপুরে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি মো. আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাসের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম। এ সময় বক্তব্য দেন মোস্তফা ইমরান রাজু, রফিক আহমদ খান, কায়সার হামিদ হান্নান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সওকত হোসেন জনি, আশরাফুল মামুন, মোহাম্মদ আলী প্রমুখ।  বক্তারা সাংবাদিক তুহিনসহ সব সাংবাদিক হত্যার সঠিক বিচার এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শেষে সাংবাদিক বিভিন্ন ঘটনায় নিহত সব সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Read Entire Article